নিউজ ডেস্ক: এদিন কেন্দ্রীয়মন্ত্রী অনুরাগ ঠাকুর কলকাতায় এসে নিশানা করেন রাজ্য সরকারকে। দুর্নীতি সহ রাজ্য সরকারের কাজ কর্ম নিয়ে তিনি নানান কথা বলেন। তাঁর এই মন্তব্যের বিরুদ্ধে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম পাল্টা পাল্টা তোপ দিয়ে বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় হলেন স্বচ্ছতার প্রতীক। চাঁদে দাগ থাকতে পারে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর কোনও দাগ নেই। সারা জীবনটা একজন সাধুর চেয়ে বেশি পরিষ্কার।"
দুর্নীতির নানা অভিযোগে নিয়ে তিনি যোগ করেন, "স্বীকার করতে বাধা নেই, দলের একাংশ দুর্নীতি করেছে। যাঁরা টাকা নিয়ে চাকরি করেছেন, তাঁরা অন্যায় করেছেন। এটা মায়ের মাংস খাওয়ার মতো। মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতি চান না। সারা জীবন মানুষের জন্য দিয়েছেন। মানুষের জন্য কাজ করেছেন। আমি অন্যায় করলে তার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়।"
এদিকে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরকে উদেশ্য করে তিনি বলেন, "বাংলার মানুষ চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি ছিলেন, আছেন, থাকবেন। অনুরাগ ঠাকুররা তাঁকে সরাতে পারবেন না। আইনশৃঙ্খলায় বাংলাই শ্রেষ্ঠ।"
উল্লেখ্য, এদিন অনুরাগ ঠাকুর রাজ্য সরকারকে নিশানা করে বলেন, "বাংলায় তোষণের রাজনীতি চলছে। দুর্নীতিগ্রস্তদের আশ্রয় দেয় পশ্চিমবঙ্গ সরকার। রাম জন্মভূমির শিলান্যাসের সময় বাংলায় কার্ফুর মতো পরিস্থিতি তৈরি করে দেওয়া হয়। হিন্দুদের উৎসবে সামিল হতে দেওয়া হয় না। এখন সাধুদের মারপিট করে, তাঁদের হত্যার চেষ্টা পর্যন্ত হয়েছে।"