নিউজ ডেস্ক: আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করলেন ভারতের দীর্ঘতম সমুদ্রসেতুর যা 'ট্রান্স - হার্বার লিংক' নামে পরিচিত। শুক্রবার সেতুটি উদ্বোধনের আগে একটি রোডশোর ও আয়োজন করা হয়েছিল। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরই আগামী ১৩ জানুয়ারি থেকে সেতুটি সাধারণ মানুষের যাতায়াতের জন্য খুলে দেওয়ার কথা। উল্লেখ্য যে, সেতুটির নামকরণ প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর নামে-- 'অটল সেতু' করা হয়েছে ।
এই সেতুর দৈর্ঘ্য মোট ২১.৮ কিলোমিটার। ৬ লেনের অটল সেতুর পুরো অংশের ১৬.৫ কিলোমিটারই সম্পূর্ণ সমুদ্রের উপরে। এই সেটুটি মুম্বাইকে নাভি মুম্বাইয়ের সাথে যুক্ত করবে। আগে নাভি মুম্বাই যেতে সময় লাগতো ২ ঘন্টা কিন্তু এই সেতুর ফলে ২ ঘন্টার রাস্তা এখন মাত্র ২০মিনিটে পার করা যাবে। তবে, এই সেতুটি পার করতে, দিতে হবে টোল ট্যাক্স যার অংক অনেক বেশি। সূত্র অনুযায়ী, সেতু পারাপার বা আসা-যাওয়ার জন্য টোল দিলে দিতে হবে মোট ৫০০ টাকার কাছাকাছি। ৬ লেনের এই সেতু দিয়ে দিনে ৭০ হাজার যানবাহন চলাচল করবে বলে খবর। ফলে অনুমান করা যায় যে একদিনে টোলের হিসাব প্রায় ২ কোটির কাছাকাছি পৌঁছে যাবে!