নিউজ ডেস্কঃ বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। এদিন মুখ্যমন্ত্রী জানান, "তামিল, সংস্কৃত, তেলেগু, মালয়ালাম, ওড়িয়া এগুলি ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃত। বাংলা ভাষার জন্ম ও বিবর্তন হয়েছে আড়াই হাজার বছর ধরে। আমরা প্রামাণ্য গবেষণা করে স্বরাষ্ট্রমন্ত্রকে পাঠাচ্ছি। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি, বাংলাকে ক্লাসিক্যাল ভাষা বা ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য। আমাদের আগেই পাওয়ার কথা ছিল। কিন্তু আগে যারা ছিলেন, তাদের অপদার্থতা। আগে যারা ক্ষমতায় ছিলেন, তারা বাংলা ভাষা নিয়ে ভাবেননি। আমি আজ প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি।"
শুধু তাই নয় রাজ্যের নাম পরিবর্তন করে বাংলা নামকরণ প্রসঙ্গেও মুখ্যমন্ত্রী বলেন, "রাজ্যের নাম ২ বার বিধানসভায় পাস করেছে। তাও এটা আটকে রয়েছে। ওরা কিছুতেই হতে দিচ্ছে না। বোম্বে থেকে মুম্বই হয়েছে অনেকদিন হল। কিন্তু আমাদের কেন হবে না? বাংলা কেন এটা পাবে না? জাতীয় স্তরে কোনও বৈঠকে গেলে আমাদেরকে শেষ পর্যন্ত বসে থাকতে হয়, যেহেতু আমাদের নামের প্রথম অক্ষর ডব্লিউ। আমরা সবার শেষে বলবার সুযোগ পাই। সেখানে বাংলা হলে অনেক অগ্রাধিকার পাবে।পাকিস্তানেও একটা পাঞ্জাব প্রদেশ রয়েছে, আমাদের দেশেও পাঞ্জাব আছে। সেটা যদি থাকতে পারে, তাহলে বাংলাদেশ বলে একটা দেশ আছে, কিন্তু তাতে রাজ্যের নাম বাংলা হলে আপত্তির কী? কী অপরাধ আছে আমাদের? অন্য রাজ্য স্বীকৃতি পেলে আমরা কেন স্বীকৃতি পাব না?"
প্রসঙ্গত উল্লেখ্য, গত ২০১৬ সালে রাজ্যের নাম পরিবর্তন করার প্রস্তাব গৃহীত হয় বিধানসভায়। কিন্তু রাজ্যের সেই প্রস্তাব ফিরিয়ে দেয় কেন্দ্র। মোট ৩ বার রাজ্যের নাম বদলের প্রস্তাব ফিরিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। তবে,'পশ্চিমবঙ্গ' নাম বদলে 'বাংলা' হলে, সেক্ষেত্রে ইংরাজিতে নাম শুরু হবে 'B' দিয়ে Bangla। ফলে সরকারি বিভিন্ন সুবিধা রাজ্য আগে সুবিধা পাবে বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞরা।