নিউজ ডেস্ক: বেশ কিছুদিন ধরে পলি বালি তোলার অভিযোগে গ্রেফতার করা হলো ৬ জন পাচারকারীকে। সূত্রের খবর, পাণ্ডবেশ্বরে কাছে অজয় নদ থেকে বেআইনি ভাবে বালি তুলে পাচার হচ্ছিলো মুর্শিদাবাদ,পশ্চিম মেদিনীপুর,পূর্ব বর্ধমান,বীরভূম সহ বিভিন্ন এলাকায়।
বুধবার রাত্রিবেলা একদল পাচারকারী অজয় নদের বালি পাচার করার সময় পাণ্ডবেশ্বর থানার পুলিশ ছয় জনকে গ্রেফতার করে। জানা গিয়েছে, বৈধ চালানের পরিবর্তে জাল চালান তৈরি করে বালি পাচার হচ্ছিলো। ধৃতদের মধ্যে রয়েছেন উত্তর ২৪ পরগনার রিজাউল মোল্লা ও হাসান আলি মোল্লা। পূর্ব বর্ধমানের গলসির শুভ রুইদাস ও মুর্শিদাবাদের খড়গ্রামের মহেন্দ্রনাথ দাস। অভিযুক্তদের মধ্যে ৪ জনকে দুর্গাপুর মহকুমা আদালতে নিয়ে যাওয়া হয় ও বাকি ২ জনকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন দুর্গাপুর মহকুমা আদালতের বিচারক।