নিউজ ডেস্ক: গত ২ সপ্তাহ ধরে ডিম ও সবজি দেওয়া হচ্ছে না অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। শুধু তাই নয় রান্নার মান ও খুব খারাপ। এমনটাই অভিযোগ কেতুগ্রাম ২ নম্বর ব্লকের এনায়েতপুর শিশু শিক্ষা কেন্দ্রে অভিভাবকদের।
আর সেই অভিযোগ কেন্দ্রের সহায়িকা ও কর্মীরাও স্বীকার করে নেন। তাঁরা জানায়, ডিমের বর্ধিত দাম সরকার দিচ্ছেনা বলেই ডিম বন্ধ রাখা হয়েছে। তাঁর বক্তব্য, “সমস্ত চাপ আমাদের ওপর। সুপারভাইজারের সাফাই অঙ্গনওয়াড়ি কর্মীরা সকলে মিলে অফিসারকে ডেপুটেশন দিয়েছিলেন। কিন্তু ডিম বন্ধের কোন সিদ্ধান্ত অফিস থেকে জানানো হয়নি।”
এই ঘটনাকে ঘিরে কেতুগ্রামের সীতাহাটি গ্রামপঞ্চায়েতের শাঁখাই গ্রামের ১৩৮ নম্বর এবং ২৯ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ দেখান অভিভাবকরা। এই ঘটনায় সুপারভাইজার জানান, “বিষয়টা আমি দেখেছি। আমার কানে এসেছে। যাতে এই ঘটনা আর দ্বিতীয়বার না ঘটে সে বিষয়ে নজর রাখছি।”