নিউজ ডেস্ক: গভীর রাতে, পতিরাম থানার তালতলা মোড় এলাকায় একটি লরি ভর্তি প্রায় ২০-২৫ লক্ষ টাকার বিদ্যুৎ দফতরের নানা সরঞ্জাম বাজেয়াপ্ত করে পুলিশ। সূত্র অনুযায়ী, লরিতে ছিল বিদ্যুৎতের তার ও ট্রান্সফরমার।
পুলিশ সূত্রে খবর, ওই লরি চালকের কাছে বিদ্যুৎ দফতরের কাগজপত্র ছিল। কিন্তু তা ছিল সব জাল। এই ঘটনায় চালক সহ মোট তিনজনকে পুলিশ আটক করেছে। এদিকে তদন্তের পর বিদ্যুৎ দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই সামগ্রী নিয়ে যাওয়ার জন্য কোনও কাগজই দেওয়া হয়নি তাঁদের। ফলে ভুয়ো কাগজপত্র নিয়েই চুরির সামগ্রী বাইরে পাচারের চেষ্টা করছিল তাঁরা।