নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গে মহিলাদের জন্য অন্যতম প্রকল্প হলো ‘লক্ষ্মীর ভাণ্ডার’ যার আওতায় থাকা মহিলারা প্রত্যেক মাসে পাঁচশো টাকা করে পান। এদিন মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার সারা জীবন লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা পাওয়ার প্রসঙ্গও তুলে ধরেন। আসলে, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যে বছর শুরু হয় সেই সময় বয়সের সীমা ছিল পঁচিশ থেকে ষাট বছর। আসলে, ষাট বছর পার করার পর লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপকরা বার্ধক্য ভাতার আওতায় চলে আসে ও পাওয়া যায় ১০০০ টাকা করে।
আজ নির্বাচনের আগে জয়নগরের এক সভায় বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা করার সময় এই বিষয়টিও পুনরায় স্পষ্ট করে জানান মুখ্যমন্ত্রী।