নিউজ ডেস্ক: গতকাল পূর্ব বর্ধমানের আউশগ্রামে পুলিশ অফিসারের বাড়িতে এসে গুলি চালায় দুষ্কৃতীরা। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন এক জন। তাঁকে সেই অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সঙ্গে সঙ্গে। ডাকাতির এই ভয়াবহ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সূত্র অনুযায়ী, আউশগ্রামের ছোড়া কলোনিতে পুলিশের এস আই সুশান্ত বিশ্বাসের বাড়িতে দুষ্কৃতীরা তাঁকে মারধর করে, হাত পা মুখ চোখ বেঁধে ফেলে। শব্দ পেয়ে একজন ঘরে ঢুকলে তাকে ভোজালির কোপ মারে দুষ্কৃতীরা। গ্রামবাসীরা জানান, পালানোর সময় গুলি চালায় তাঁরা। এমনকি মোট দশ জন বাড়িতে ঢুকে অপারেশন চালায়। এমনকি চলে যাওয়ার সময় ঘরের দরজা বাইরের দিক থেকে বন্ধ করে দিয়ে যায় তারা। ঘটনার পর তদন্ত শুরু করেছে পুলিশ। তবে, এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।