নিউজ ডেস্ক: প্রত্যেক স্কুলের মিড ডে মিলে ডাল, ভাত, ডিম তো আছেই। কিন্তু কখনো কি শুনেছেন মিড ডে মিলে রয়েছে পিঠেপুলি? পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের জয়রামপুর ত্রিপল্লী প্রাথমিক বিদ্যালয় এমনটাই দেখা গেলো। ঠান্ডার মরশুমে পিঠে পুলি আর পায়েস খেয়ে বেজায় খুশি পড়ুয়ারা। তবে শুধু পিঠেপুলির আয়োজন করা হয়নি, তার সাথে পালন করা হলো পিঠেপুলি উৎসব। সেই স্কুলে রান্নার দায়িত্বে থাকা মহিলালরাই সবাই মিলে তৈরি করেন পিঠে পুলি। চাল গুড়ো থেকে শুরু করে ক্ষীর দিয়ে তৈরি হয় পিঠে পায়েস।
স্কুলের প্রধান শিক্ষক মধূসূদন চট্টোপাধ্যায় বলেন, “প্রত্যেক বছরই পৌষমাসে এটা করে থাকি। এটা গরিব এলাকা। সবার বাড়িতে পিঠে করার সামর্থ্য নেই। কিন্তু, পরম্পরা ধরে রাখতেই আমরা এটা করি। পিঠে পুলি উৎসবে সামিল হতে পারে খুশি পড়ুয়ারাও। আমাদের স্কুলে শতাধিক পড়ুয়া রয়েছে। সকলেই খুব খুশি।”
প্রসঙ্গত, বিগত কিছু মাস ধরেই অস্বাস্থ্যকর মিড ডে মিল খাওয়ানো হচ্ছে বলে খবর পাওয়া যায় রাজ্যের বেশ অনেক স্কুলে। সেখানে দাঁড়িয়ে এমন পিঠে পুলি উৎসবের মাধ্যম দিয়ে মিড ডে মিলের ব্যবস্থা সত্যিই অতুলনীয়।