নিউজ ডেস্ক: দেশের জনপ্রিয় গায়ক হওয়ার সত্ত্বেও খুব সারামাটা থাকতেই ভালোবাসেন অরিজিৎ সিং। মুম্বাইতে তাঁর ঘর থাকার সত্ত্বেও তিনি মুর্শিদাবাদের জিয়াগঞ্জ এ থাকেন। যেখানে তাঁর জন্মভূমি। এলাকার উন্নয়নের জন্য অনেক কাজ করেছেন তিনি। বিদ্যালয় থেকে শুরু করে হাসপাতাল সব কিছু নির্মাণের নায়ক অরিজিৎ সিং। এবার তাঁর এই উদ্যোগকে বাহবা জানিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
বুধবার মুর্শিদাবাদের বহরমপুরে একটি প্রশাসনিক সভায় মমতা বন্দ্যোপাধ্যায় জানান, সেই স্কুল-হাসপাতাল নির্মাণের জন্য জমিদান করবেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “অরিজিৎ অনেক ভাল কাজ করছে। ও জেলার গর্ব। ওকে আমি জমি অ্যাপ্রুভ করে দিয়েছি। ওই জমিতে অরিজিৎ স্কুল করবে, হাসপাতাল করবে। আরও অনেক কিছু তৈরি করবে ও।”
জানা গেছে, কিছুদিনের মধ্যেই শুরু হবে স্কুল নির্মাণের কাজ। তবে আপাতত তা দশম শ্রেণি পর্যন্ত পড়ানো হবে। উল্লেখ্য, জিয়াগঞ্জে নিজের মায়ের নামে একটি সংস্থা করেছেন অরিজিৎ। সেই সংস্থাকেই এই জমি দান করা হবে বলে প্রশাসন সূত্রে খবর। অরিজিৎ তাঁর প্রয়াত মা অদিতি সিংয়ের নামেই স্কুলের নামকরণ করতে চান।