নিউজ ডেস্ক - বাঙালির ঘরে নিত্য প্রয়োজন হয় যে রসুনের, সেটা কিনতে রীতিমতো পকেটে টান পড়ছে সাধারন মানুষদের। কিছুদিন আগেও পেঁয়াজের দামে চোখে জল আসার মতো অবস্থা হয়েছিল। তবে এবার সীমা ছাড়িয়েছে রসুনের দাম। জানা গেল, ১ কেজি রসুনের দাম ৬০০ টাকা। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। গত ৪০-৪৫ বছরে এমন আকাশছোঁয়া দাম কখনও দেখেননি বিক্রেতা
ব্রিক্রেতারা জানাচ্ছেন গান কম, তাই দাম বাড়ছে। বাড়লে আবার দাম কমবে বলে মনে করা হচ্ছে। তাঁরা আক্ষেপের সঙ্গে জানাচ্ছেন, রসুনের বিক্রি কমেছে স্বাভাবিকভাবেই। দাম এতটাই বেড়েছে যে পাইকারি বাজারে গিয়ে একসঙ্গে বেশি রসুন কেনা সম্ভব হচ্ছে না ব্যবসায়ীদের পক্ষে। উল্লেখ্য যে, ইন্দোর ও শ্রীগড়ের রসুনেই ভরসা করতে হয় বাঙালিকে। সেখানে এবার ফলন কম হওয়ায় বিপত্তি বেড়েছে। বৃষ্টির কারণে ফলন কম হয়েছে বলে মনে করছে।
Tags
WEST BENGAL