নিউজ ডেস্ক: অযোধ্যায় রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হতেই উবছে পড়েছে ভক্তদের ভিড়। প্রত্যেক দিক লাইন দিয়ে গর্ভগৃহে সেই মূর্তির দর্শন করছেন পূণ্যার্থীরা। তবে সম্প্রতি সেই মন্দিরের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন মুসলিম সম্প্রদায়ের বহু মানুষ। ব্যাপারটা অবাক করছে অনেককে। জানা গেছে, ধর্মীয় সম্প্রীতির বার্তা দিতেই ৩৫০ জন মুসলিম মন্দির দর্শনে যান। তাঁদের মধ্যে উপস্থিত একজন জানান, শুধুমাত্র ৩৫০ জন মুসলিমের উপস্থিতি নয়, আসলে বৃহত্তর বার্তা দিতে মন্দিরে গিয়েছেন তাঁরা।
এই ৩৫০ জন মুসলিম আরএসএস-এর সংখ্যালঘু শাখা মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের সদস্য। শুধু তাই নয় পুরো ১৪০০ কিলোমিটার পথ প্রায় এক মাস ধরে নিজের পায়ে হেঁটে অতিক্রম করেছেন তাঁরা। লখনউ থেকে হাঁটতে শুরু করেছিলেন। রাতে কিছু সময়ের জন্য কোথাও আশ্রয় নিয়ে, আবার সকালে হাঁটা শুরু করতেন।
সংগঠনের সদস্য রাজা রাইস ও শের আলি খান জানান, ধর্মের থেকেও বেশি গুরুত্ব দেওয়া হয়েছে দেশের প্রতি ভালবাসাকে। কোনও ধর্মই অপর ধর্মকে অপমান করতে শেখায় না।