নিউজ ডেস্ক - মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা মনের মতো না হওয়ায় হতাশাগ্রস্ত হয়ে আত্মঘাতী হল এক ছাত্রী। পরীক্ষার্থীর নাম নাসিমা খাতুন। ঘটনাটি ঘটেছে দেগঙ্গা থানার বেড়াচাঁপা ১ নম্বর পঞ্চায়েতের পূর্ব চ্যাংদানা গ্রামের গোবরপাড়ায়। ঘটনাস্থল থেকে সুইসাইড নোট উদ্ধার হয়েছে, তাতে ওই ছাত্রী কষ্ট করে বাবার অর্থ সংগ্রহ করা এবং পরীক্ষা ভালো দিতে না পারার কথাই উল্লেখ করেছে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার অঙ্ক পরীক্ষা দিয়ে আসার পরে একটু চুপচাপ ছিল নাসিমা। সে পরিবারের সকলকে জানিয়েছিল, তার পরীক্ষা ভালো হয়নি। তবে এর জন্য পরিবারের সদস্যরা তাকে বকাবকি করেননি বলে জানা যায়। পরের দিন জীবন বিজ্ঞান পরীক্ষার জন্য পড়াশোনা করার পর রাতে সকলে একসঙ্গে খেয়ে নিজের ঘরে চলে যায়। এরপর শুক্রবার ভোরে পরিবারের সদস্যরা তার ঘরে আলো জলতে দেখেন। সকলে ভেবেছিলেন নাসিমা হয়তো পড়াশোনা করছে। কিন্তু, পরীক্ষার সময় হয়ে যাওয়ার পরেও বাইরে না বেরোনই তাকে ডাকাডাকি করতে শুরু করেন পরিবারের সদস্যরা। শেষে দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করতেই তার ঝুলন্ত দেখতে পান।
ঘটনাস্থল থেকে ৬ পাতার সুইসাইড নোট উদ্ধার হয়েছে। তাতে ছাত্রীটি লিখে গিয়েছে, "আমি আর পারলাম না। তাই আমি চললাম। বাবা কষ্ট করে খরচ জুগিয়েছে। কিন্তু আমি সেই কষ্টের দাম দিতে পারলাম না। তাই চললাম।"