নিউজ ডেস্ক - একদিন কুকুরকে খেতে দেওয়া হয়েছিল বিস্কুট। তবে সেই বিস্কুট কুকুরটি খেতে না চাওয়ায় তা নিজের হাতে করে এক কংগ্রেস কর্মীর হাতে তুলে দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। অভিযোগ, কুকুরের প্রত্যাখ্যাত সেই বিস্কুট তিনি খেতে দিয়েছেন নিজেরই দলের এক কর্মীকে। সোমবার রাতে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য এমনই এক ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট করেন। যা নিয়ে মঙ্গলবার থেকেই জাতীয় রাজনীতিতে তোলপাড়। ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল। সমালোচনায় নেটদুনিয়ায়। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন কংগ্রেস সাংসদ। তিনি বলেন, "যখন কুকুরটি আমার কাছে আনা হয় তখন সে ভয় কাঁপছিল। বিস্কুট খেতে চাইছিল না। তাই তাকে খেতে দেওয়া বিস্কুটটি আমি তুলে দিই তার মালিকের হাতে। মালিক বিস্কুটটি দিলে কুকুরটি তা খায়। বিষয়টি নিয়ে এত ইস্যু করার প্রয়োজন রয়েছে কি? এতে কী সমস্যা? কুকুরগুলো কী ক্ষতি করেছে বিজেপির?"
ভারত জোড়ো ন্যায় যাত্রায় এক্স হ্যান্ডেলে পোস্ট করা একটি ভিডিয়োতে রাহুল গান্ধীকে একটি কুকুর ছানাতে বিস্কুট খাওয়াতে দেখা যায়। ভিডিয়োতে দেখা যায় গাড়ির উপরে কুকুর ছানাটি কিছু বিস্কুট খাচ্ছে। সেই সময় বিস্কুটের প্যাকেট থেকে আরও একটি বিস্কুট বের করে কুকুরটিতে দিতে দেখা যায় রাহুলকে। কুকুরটি না খেলে সঙ্গে সঙ্গে সেই বিস্কুটটি তুলে দিতে দেখা যায় এক সমর্থকের হাতে। তারপর ওই সমর্থকের সঙ্গে করমর্দন করেন তিনি। অসমের মুখ্যমন্ত্রীর হিমন্ত বিশ্বশর্মার প্রসঙ্গ টেনে এনে বলেন, "এক সময় হিমন্ত বিশ্বশর্মাকেও রাহুল গান্ধী তাঁর পোষা কুকুর পিডির প্লেট থেকে বিস্কুট খেতে দিয়েছিলেন।"