নিউজ ডেস্ক - বাড়িতে রয়েছে অনেক গুলি রেফ্রিজারেটর যার সবকটিতেই রয়েছে কেজি কেজি পচা মাংস। এমনই অভিযোগ পেয়ে খাদ্য সুরক্ষা আধিকারিকেরা বাঁকুড়ায় এক মাংস বিক্রেতার বাড়ি থেকে উদ্ধার করেন প্রায় ৬০ কেজি পচা মাংস। গ্রেফতার করা হয়েছে
বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের ১৩ নম্বর ওয়ার্ডের গোপালগঞ্জ এলাকার বাসিন্দা সুমন মাইতি তথা মাংস বিক্রেতা । তাঁর বিরুদ্ধে অভিযোগ যে তিনি পচা মাংস বিক্রি করেন।
অভিযোগ পাওয়ার পরই শুক্রবার সুমনের বাড়ি যান খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকেরা। গ্রেফতার করার পরই সেইদিনই মাংস বিক্রেতাকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয়। আদালত তাঁকে সাত দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে বিষ্ণুপুর থানার পুলিশকে।