নিউজ ডেস্ক: মানকুন্ডু স্পোর্টিং ক্লাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর হয় পিচ কিউরেটরের। এই ঘটনা প্রতিবাদে ও ক্ষতিপূরণের দাবিতে মৃত দেহকে ক্লাবের সামনে রেখে বিক্ষোভ দেখানো হয়। যদিও সূত্রের খবর, পরে ক্লাবের তরফে ক্ষতিপূরণের আশ্বাসও দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, মৃতের নাম অর্পণ পাল। বয়স মাত্র ২৬ বছর। মানকুন্ডুর মিলন নগরের বাসিন্দা অর্পণ। সিএবি থেকে প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি। গত ১০ বছর ধরে ক্লাবের মাঠের পিচ দেখাশোনা করতেন তিনি। গত দু'দিন বৃষ্টি হওয়ায় মাঠে জল জমেছিল। সকালের দিকে পাম্প চালিয়ে জল বের করা সময় একটি তারে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনার পর দ্রুত তাঁকে চন্দননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
কিন্তু এখানেই গল্প শেষ নয়, ময়নাতদন্তের পর সেই মৃতদেহ নিয়ে সন্ধা সাড়ে ছ'টা নাগাদ ক্লাবের সামনে নিয়ে আসা হয় ও ক্ষতিপূরণের দাবীতে বিক্ষোভ করে পরিবারের লোকজনরা।