নিউজ ডেস্ক- সোমবার ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার দিন ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, আগামী বছর ১৪ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। শেষ হবে ২৪ ফেব্রুয়ারি। পরীক্ষা হবে ১৪ ফেব্রুয়ারি, ১৫ ফেব্রুয়ারি, ১৭ ফেব্রুয়ারি, ১৮ ফেব্রুয়ারি, ১৯ ফেব্রুয়ারি, ২০ ফেব্রুয়ারি, ২২ ফেব্রুয়ারি ও ২৪ ফেব্রুয়ারি।
এদিন ব্রাত্য বসু জানান, “প্রত্যেকবার মোবাইলে প্রশ্ন বেরিয়ে যেত। আমরা এবার পরীক্ষার আগে ২০টা বৈঠক করেছি। বাইরের কিছু গ্যাং এটা করাচ্ছিল। আমরা অনেক আলোচনা করে প্রশ্নে কিউআর কোড দিয়েছিলাম। এবার প্রত্যেকে যারা ছবি তুলেছিল তাদের ধরা গিয়েছে।”
শিক্ষামন্ত্রীর আরও জানান, এবার মোট ৩৬ জনের পরীক্ষা বাতিল হয়েছে। দু’টো জেলা থেকে একটা গ্যাং অপারেট করছিল বলেও জানান তিনি। এছাড়াও মোট ৩৭টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।