নিউজ ডেস্ক: ঘন কুয়াশা, আলু ফলন শুরুতেই। তার উপরে বৃষ্টি। দুই মিলে ব্যাপক ক্ষতি হচ্ছে আলু চাষের।গোঘাট, পুড়শুড়া, আরামবাগ ও খানাকুলে সবথেকে বেশি আলুর চাষ হয়। এই সময় আরামবাগ মহকুমায় বিস্তীর্ণ অঞ্চলে কুয়াশা ও বৃষ্টির জেরে আলুর ধসা রোগ দেখা দিয়েছে। আবহাওয়ার কারণে বিস্তীর্ণ অঞ্চলের মাথায় হাত কৃষকদের। অসময়ে আলু তোলার মুখে বৃষ্টির জেরে বিঘের পর বিঘে জমিতে জলের তলায় পড়ে রয়েছে আলু।
আবহাওয়ার খামখেয়ালিপনায় আলুর খেতের ব্যাপক ক্ষতি হয়েছে। ঋণ করে যাঁরা আলু চাষ করেছিলেন এখন তাঁদের চিন্তা কী ভাবে সেই টাকা তাঁরা শোধ করবেন। যে জমি যত নীচু সেখানে তত সমস্যা। অন্যদিকে এক ব্যক্তি জানান এবছর দুবার ধরে আলু বীজ মাঠে লাগাতে হয়েছিল। তাও আবার সময় পেরিয়ে গিয়েছিল। কিন্তু বারবার বৃষ্টি এবং ঘন কুয়াশাতে আলু গাছে পোকামাকড় বেড়ে গেছে। বারবার কীটনাশক প্রয়োগ করেও রক্ষা করা যাচ্ছে না আলু গাছ।