ক্ষমতা ভোগ করার পাশাপাশি দেশের জন্য কাজ করতে চাই ; নরেন্দ্র মোদী

 

নিউজ ডেস্ক - সামনেই লোকসভা নির্বাচন। বিভিন্ন রাজনৈতিক দলগুলি উঠে পড়ে লেগেছে নিজের জায়গা করে নেওয়ার জন্য। সেই নিরিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপির নেতা কর্মীদের জানিয়েছেন, আগামী ১০০ দিনের মধ্যে সমস্ত মানুষের বিশ্বাস অর্জন করুন। কারণ এবারের ভোটে অন্তত ৪০০ আসন নিশ্চিত করতেই হবে। এদিন নিউ দিল্লিতে বিজেপির মিটিং হয়েছিল।  সেখানেই নরেন্দ্র মোদী আগামী লোকসভা নির্বাচনে রণকৌশল নিয়ে কর্মীদের পরামর্শ দেন।

প্রধানমন্ত্রী বলেন, "আগামী ১০০ দিনে প্রতিটি নতুন ভোটারের কাছে আমাদের যেতে হবে। প্রত্যেক উপভোক্তার কাছে যেতে হবে। প্রতিটি সম্প্রদায়ের কাছে যেতে হবে। সকলের বিশ্বাস আমাদের অর্জন করতেই হবে। সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, এনডিএ-কে ৪০০ আসনের জায়গায় নিয়ে যেতেই হবে। বিজেপিকে ৩৭০ আসন পেরিয়ে ৪০০তে যেতে হবে।" তবে তিনি যোগ করেছেন, "শুধু ক্ষমতা ভোগ করার জন্য তৃতীয়বার যেতে চাই না। কিন্তু দেশের জন্য কাজ করতে চাই। যদি আমাকে আমার ঘরের কথা ভাবতে হয় তবে কোটি কোটি মানুষের জন্য ঘর তৈরির বিষয়টি করা যাবে না। তিনি বলেন, ১০ বছর ধরে সরকার চালানো আর ২৫ কোটি মানুষকে দারিদ্র থেকে বের করে আনা এটা কম বড় ব্যাপার নয়।" নরেন্দ্র মোদী আরও বলেন, "একবার একজন সিনিয়র লিডার আমায় বলেছিলেন, আমি পিএম আর সিএম হিসাবে অনেক কিছু করেছি।  এবার আমার বিশ্রাম নেওয়া দরকার। কিন্তু আমি রাষ্ট্রনীতির জন্য কাজ করি। রাজনীতির জন্য নয়। "

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন