পড়ুয়াদের অস্ত্র দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ উঠলো প্রধান শিক্ষকের বিরদ্ধে

নিউজ ডেস্ক - মুর্শিদাবাদের সামশেরগঞ্জের ৪৬ নম্বর শেরপুর প্রাথমিক বিদ্যালয় ক্লাসরুমে গিয়ে অস্ত্র দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ উঠলো প্রধান শিক্ষকের বিরদ্ধে। শনিবার দুপুরে স্কুল প্রাঙ্গনে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে, যারপর থেকে প্রধান শিক্ষক রঘুপতি সর্দারের বিরুদ্ধে দফায়-দফায় স্লোগান ও বিক্ষোভ দেখান অভিভাবকরা। স্কুলের অভিভাবকদের অভিযোগ, বেশ কয়েকদিন ধরেই প্রধান শিক্ষক রঘুপতি সর্দার স্কুলে এসে অস্বাভাবিক আচরণ করছিলেন। বিষয়টি নিয়ে এর আগেও একবার বিক্ষোভ হয় স্কুলের ভিতরে। তবে শনিবার স্কুলে আবার নাকি চাকু ও ধারাল অস্ত্র নিয়ে পড়ুয়াদের ভয় দেখাতে শুরু করেন তিনি। 

 যদিও অভিভাবকদের ভয়ে দরজা বন্ধ করে ঘরের ভিতরে লুকিয়ে পড়েন প্রধান শিক্ষক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সামশেরগঞ্জ থানার পুলিশ। তারপরেই ওই শিক্ষককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন