নিউজ ডেস্ক: দিনেদুপুরে বিয়ে বাড়িতে পড়ল বোমা! বাড়ির ছাদে আড্ডা মারছেন আত্মীয়স্বজনেরা। আচমকাই বিকট শব্দে কেঁপে ওঠে গোটা বাড়ি। মুর্শিদাবাদের রানিনগর থানার সীমান্তবর্তী বামনাবাদ পশ্চিম বিচপাড়া এলাকার ঘটনা। বোমায় ঝলসে গিয়েছেন বিয়েবাড়ির সাত জন অতিথি-আত্মীয়। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে প্রভাসচন্দ্র মণ্ডলের মেয়ে পায়েল মণ্ডলের বিয়ে ছিল। সকাল দশটা নাগাদ হঠাৎই বাড়ির ছাদে বোমা পড়ে। পাশের বাড়ির ছাদ থেকে বোমা ছোড়ার অভিযোগ উঠেছে। ওই ঘটনায় পুরুষ ও মহিলা -সহ মোট ৭ জন আহত হয়েছেন। ঝলসে যায় তাঁদের শরীরের একাংশ।
বিকট শব্দ শুনতে পেয়ে ছুটে এসেছিলেন স্থানীয় বাসিন্দারা ও আহতদের উদ্ধার করে গোধনপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে গুনেন্দ্রনাথ মণ্ডল ও ভানুমতি মণ্ডলকে নামের দু’জনকে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঠিক কী কারণে এই হামলা, তা পরিষ্কার নয়। তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে, যাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁদের কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন পাত্রীর বাবা। সেই টাকা শোধ করতে না পারাতেই বাড়ির ছাদে বোমা ফেলে বলে অভিযোগ।