নিউজ ডেস্ক: নির্মলা সীতারামনের ধর্মীয পর্যটনের প্রসারের জন্য রাজ্যগুলিকে উৎসাহ দেওয়া কথা প্রকাশ্যে আসার মধ্যেই দক্ষিণেশ্বরের স্কাইওয়াক এবং মায়াপুর ইসকন নিয়ে আবার সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মীয় পর্যটন প্রসারের জন্য রাজ্যগুলিকে বিনা সুদে দীর্ঘমেয়াদি ঋণ দেওয়া হবে বলে জানিয়েছেন সীতারামন। আর এই মন্তব্যের মধ্যেই নদিয়ায় প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘"নবদ্বীপ ধাম হেরিটেজ টাউন হচ্ছে। ইসকনকে ৭০০ একর জমি দিয়েছি। ওখানে তীর্থনগরী তৈরি হচ্ছে।" অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণেশ্বর স্কাইওয়াক নিয়ে রেলের সঙ্গে বিরোধের কথাও তোলেন। এই বিষয়ট মুখ্যমন্ত্রী বলেন, "আবার বলে কি না, দক্ষিণেশ্বর স্কাইওয়াক ভাঙবে। স্কাইওয়াক আমি বুকের পাটা দিয়ে রক্ষা করব।" তাই কেন্দ্রীয় সরকারের উৎসাহ বাংলার লাগবে না সেটা পরোক্ষে বুঝিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন, রাজ্য ও কেন্দ্র উভয়ের সাহায্য ছাড়া মহাপ্রভুর আদর্শ প্রচারের কাজ চালিয়ে যাওয়া সম্ভব ছিল না। রাজ্য সরকার এখানে বড় রকমের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। শুধু তাই নয়, একাধিক ধর্মীয় পর্যটনের কাজ করে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।