ডানকুনি স্টেশনকে অমৃত ভারত স্টেশন ' প্রকল্পে করা হচ্ছে পরিবর্তন ; দেখুন কি কি থাকবে

নিউজ ডেস্ক -  হুগলীর ডানকুনি স্টেশনকে‘অমৃত ভারত স্টেশন 'প্রকল্পে  পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রকল্পের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে যে ডানকুনি স্টেশন ভারত স্টেশন ' এ পরিবর্তন করার উদ্দেশ্যে  ৭.১৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং কাজের শেষে হওয়ার পর ডানকুনি স্টেশনর চিত্রটি পুরোপুরি ভাবে  পালটে যাবে। সৌন্দর্য দিক দিয়ে যেমন দেখতে ভালো লাগবে, সেই রকমই যাত্রীদের স্বাচ্ছন্দ্য বিপুল পরিমানে  বাড়বে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, নতুন ধাঁচে তৈরি স্টেশনটির  প্ল্যাটফর্ম আরও উন্নত করা হচ্ছে । স্টেশনে থাকবে ওয়াটার কুলার এবং থাকবে এসক্যালেটর এবং লিফট। নতুন করে আলোয় সাজিয়ে তোলা হবে।  সেইসঙ্গে শৌচাগার উন্নত  করার পরিকল্পনা করা হচ্ছে।

ভারতীয় রেলের নেটওয়ার্কের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন ডানকুনি স্টেশন যেখান থেকে শিয়ালদা এবং হাওড়া স্টেশনে যেতে পারে ট্রেন। এখান থেকে প্রতিদিন প্রচুর এক্সপ্রেস ট্রেন এবং প্রচুর লোকাল ট্রেন চলাচল করে। নিয়মিত অনেক যাত্রীও যাতায়াত করেন। তাই এই পরিস্থিতিতে ডানকুনি স্টেশনের পরিকাঠামো উন্নত করা অত্যন্ত জরুরি ছিল । 

উল্লেখ্য যে,  ‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পের থাকা পশ্চিমবঙ্গ-সহ দেশের ৫০৮টি স্টেশন নতুন করে উন্নত করে সাজিয়ে তোলা হচ্ছে। পশ্চিমবঙ্গের দমদম জংশন, সোনারপুর, তারকেশ্বর, শেওড়াফুলি, চন্দননগর, পাণ্ডবেশ্বর, ব্যারাকপুর, কাটোয়া, রামপুরহাট, বোলপুর শান্তিনিকেতনের মতো একগুচ্ছ স্টেশনের উন্নত পরিকল্পনা গ্রহণ করেছে ভারতীয় রেল।  পশ্চিমবঙ্গে ভারতীয় রেলের একাধিক প্রকল্প চলছে কিন্তু  সেই কাজের সহায়তার দিক দিয়ে পশ্চিমবঙ্গ সরকারের কোনো প্রকার সহযোগিতা পাওয়া যাচ্ছে না।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন