নিউজ ডেস্ক - তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরই তৃণমূল সাংসদ দেব ফের ঘাটাল থেকে তৃণমূলের প্রার্থী হবেন বলে জানিয়েছেন। কিন্তু এখন তৃণমূল সাংসদ দেবকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। আগামী ২১ ফেব্রুয়ারি দিল্লিতে তাঁকে ডাকা হয়েছে। আর্থিক তছরুপ মামলায় তৃণমূল সাংসদকে সমন পাঠিয়েছে তদন্তকারী সংস্থ। এর আগে, ২০২২ সালে গরু পাচার মামলায় দেবকে ইডি, সিবিআই তলব করেছিল।
তবে এবার আর্থিক তছরুপ মামলায় তাঁকে তলব করা হল। প্রসঙ্গত, এদিন বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”নিজেদেল ব্যর্থতা ঢাকতে এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে। কোথাও বিএসএফ দিয়ে, কোথাও সিআরপিএফ দিয়ে। আমি এটাকে ধিক্কার জানাচ্ছি।” প্রসঙ্গত, শুধু দেব নয়, জানা গিয়েছে তৃণমূলের পটাশপুরের বিধায়ক উত্তম বারিককেও আরেক কেন্দ্রীয় এজেন্সি ডেকেছে।
Tags
politics