নিউজ ডেস্ক - সামনেই লোকসভা নির্বাচন। কিন্তু তৃণমূল কংগ্রেস দলীয় ভাবে এখনও প্রার্থী তালিকা ঘোষণা করেনি, তবুও ঘাটালে দেখা মিলল দেব এর নামের দেওয়াল লেখা। সেখানে তাঁকে ‘আসন্ন লোকসভা নির্বাচনে ঘাটাল কেন্দ্রে তৃণমূলের প্রার্থী’ বলে উল্লেখ করা হয়েছে। এই বিষয়ে খড়ার শহর তৃনমূল কংগ্রেসের সভাপতি অরূপ রায় বলেন, “দেব প্রার্থী হচ্ছেন দলীয় ভাবে না ঘোষণা হলেও, প্রার্থী হচ্ছেন দেব, এই ভেবে অতি উৎসাহে আমাদের ছেলেরা ময়দানে নেমে পড়েছে। তবে আমি দেওয়াল ঘিরতে বলেছিলাম. ওরা যে লেখা শুরু করে দেবে দেবের নামে, এটা জানি না।” এদিকে খড়ারের বিজেপি নেতা সৌমেন চট্টোপাধ্যায় বলেন, “আমরাও দেওয়াল লিখন শুরু করেছি, তবে ওদের মতো উৎশৃঙ্খলভাবে নয়, এখন খড়ারে তৃণমূলের তিনটি গোষ্ঠী। কোন গোষ্ঠী দেবের নাম লিখে দেবের কাছাকাছি পৌঁছতে পারবে, সেই নিয়ে প্রতিযোগিতা চলছে। কারণ যে গোষ্ঠী দেবের কাছে পৌঁছতে পারবে, সেই গোষ্ঠী পার্সেন্টেজ বেশি পাবে।”
প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই সাংসদ দেবকে নিয়ে জল্পনা তৈরি হয়। বিজেপি নেতা তথা অভিনেতা রুদ্রণীল ঘোষ দাবি করেছিলেন, দেব হয়ত বিজেপি শাসিত রাজ্যের কোনও এক মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে থাকতে পারেন দিল্লিতে। শুধু তাই নয় ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের সভাপতি, ঘাটাল মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এবং বীর সিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান - এই তিনটি পদ থেকে ইস্তাফা দেন তিনি। পরে অবশ্য সে সব জল্পনার অবসান ঘটিয়ে আরামবাগের সভায় মুখ্য়মন্ত্রীর পাশেই দেখা যায় দেবকে।