নিউজ ডেস্ক - লোকসভা নির্বাচনের ঠিক আগে বিধানসভায় গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন মিমি চক্রবর্তী। আর ভোটে দাঁড়াতে চান না,সে কথাও জানিয়ে দিয়েছেন । তবে মিমি দাবি করেছেন মমতা তাঁর পদত্যাগ পত্র গ্রহণ করেননি। রাজনীতি নিয়ে মিমি বলেন রাজনীতি আমার জন্য নয়। আমি এটা বিশ্বাস করি। কারণ রাজনীতিতে এলে অনেকে একটা লাইসেন্স পেয়ে যায়। জাস্ট র্যানডাম গালাগালি দেওয়া হয়, কিছু করো আর না করো। এটা আমার রুচি নয়।"
তিনি বলেন, “হয়ত আপনারা মনে করবেন এটা কোনও কারণই নয়। কিন্তু আমার কাছে এটা একটা বড় কারণ। আমি কোনও রাজনীতিক নই, হতেও চাই না। মানুষের কর্মী হয়ে কাজ করতে চাই। কোনও দিন কারও বিরুদ্ধে কথা বলিনি, অন্য দলের বিরুদ্ধেও নয়।” মিমি-র দাবি, ২০২২ সালেই পদত্যাগের কথা বলেছিলেন তিনি। সেই সময় মমতা তাঁকে বলেছিলেন সব ঠিক করে দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে মিমি বলেন, “উনি আমাকে বাচ্চার মতো ট্রিট করেন। খুবই স্নেহ করেন। আমার যে অভিযোগ ছিল, সেটা আমি দিদিকে জানিয়েছি। দেখি উনি কি স্টেপ নেন। কাদের কাছ থেকে বাধা পেয়েছি, সেটা আমার দলের সুপ্রিমোকে জানিয়েছি।”