হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বিঘা-বিঘা আলুর জমি

নিউজ ডেস্ক আবহাওয়ার খামখেয়ালিপনার কারণে এমনিতেই চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। তার উপরে রবিবার রাত ১২টা নাগাদ ২০ থেকে ২৫ টি হাতির একটি দল গড়বেতার আমশোলর জঙ্গল থেকে  লোকালয়ে ঢুকে তাণ্ডব চালাল। যার ফলে ক্ষতিগ্রস্ত হল বিঘার পর দিঘা চাষের জমি। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের সীতানগর, ধামকুড়িয়া, গড়বেতা প্রভৃতি এলাকায় হাতির দল তাণ্ডব চালায়। এই অবস্থায় ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন কৃষকরা।

 জানা গিয়েছে, এই সময় প্রচুর জমিতে আলু চাষ হয়েছে। হাতির পালের পায়ে পিষে বিঘার পর বিঘা ফসল নষ্ট হয়েছে। কৃষকদের বক্তব্য, এলাকায় জমিতে হাতির উপদ্রব ঠেকাতে তারা রাতের বেলায় মশাল জেলে পাহারা দিয়ে থাকেন। তবে আগে হাতির উপদ্রব থাকলেও ইদানিং সেখানে হাতির উপদ্রপ ছিল না। তবে সকালে ফসলের ক্ষতি দেখে কার্যত মাথায় হাত কৃষকদের। এদিকে, ঘটনা পরপরই বনকর্মীরা হাতির দলটিকে জঙ্গলে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন।

 বনদফতরের তরফে জানানো হয়েছে, পানিকটর বীর থেকে ধামকুড়িয়া বিটে এই হাতিগুলি প্রবেশ করেছে। এই অবস্থায় ক্ষতিগ্রস্ত কৃষকরা ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। এই বিষয়ে চন্দ্রকোনা দু'নম্বর ব্লকে পঞ্চায়েত সমিতির সভাপতি অলক ঘোষ জানিয়েছেন, কৃষকরা যাতে ক্ষতিপূরণ পান সেই বিষয়টি খতিয়ে দেখবেন।


Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন