নিউজ ডেস্ক - নদিয়ার হাঁসখালি ব্লকের দক্ষিণপাড়া-২ গ্রাম পঞ্চায়েতের জয়পুরে সামনে এসেছে বয়স্কদের জন্য প্রকল্প নিয়ে দুর্নীতির অভিযোগ। বার্ধক্য ভাতার আবেদনের অন্যতম প্রধান শর্ত থাকে যে, আবেদনকারীর বয়স হতে হবে ৬০ বছর বা তার বেশি। কিন্তু বয়স ৬০ এর নিচে হলেও ভাতা পেয়ে চলেছেন বহু মানুষ। ২৪ জনের বিরুদ্ধে নিয়মের বাইরে ভাতা পাওয়ার অভিযোগ উঠেছে । অন্যদিকে বার বার আবেদন করেও অনেক ষাটোর্ধ্ব মানুষ ভাতা পাচ্ছেন না বলে অভিযোগ জানিয়েছেন অনেকে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই হাসখালি ব্লক ও জেলা শাসকের কাছে অভিযোগ জানিয়েছে গ্রামবাসীদের একাংশ। অনেকেই স্বীকার করে নিয়েছেন, তাঁদের বয়স ৬০ বছর বয়সের নিচে, অথচ তাঁরা ভাতা পান।
এদিকে আবার আবেদনকারী ষাটোর্ধ বয়স্ক পুরুষ-মহিলাদের অভিযোগ, তপশিলি বন্ধু ভাতার জন্য বার বার আবেদন করেও নাম ওঠেনি তালিকায়। এদিকে আবার ব্লক প্রশাসন জানিয়েছে, তদন্ত করে বাতিল করে দেওয়া হয়েছে অভিযোগ ওঠা ভাতা প্রাপকদের নাম।