নিউজ ডেস্ক : লোকসভা নির্বাচনের জন্য, আগামী তিন মাসের জন্য বন্ধ থাকবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’ রেডিও অনুষ্ঠানের সম্প্রচার। রবিবার প্রধানমন্ত্রী নিজেই জানান, “সামনেই লোকসভা ভোট। মার্চ মাসেই দেশে নির্বাচনীবিধি কার্যকর হবে। তাই আগামী তিন মাস মন কি বাত সম্প্রচার হবে না।” যদিও, ২০১৯ সালের ভোটের আগেও কিছুদিনের জন্য বন্ধ ছিল ‘মন কি বাত’ অনুষ্ঠান। যদিও এদিনের ‘মনের কথা’ অনুষ্ঠানে নতুন প্রতিযোগিতা চালুর ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। ‘ন্যাশনাল ক্রিয়েটর অ্যাওয়ার্ড’।
জানা যাচ্ছে, বর্তমানে অনেকে ফেসবুক, ইনস্টাগ্রাম বা ইউটিউবে ভ্লগিং করেন। সেই সমস্ত ইনফ্লুয়েন্সরদের মূল বিষয় হয় খাওয়া-দাওয়া, বেড়ানো, লাইফস্টাইল। প্রধানমন্ত্রীর জানান, “আমি লক্ষ্য করেছি বহু মানুষ নিজেদের সংস্কৃতি, ভাষাকে নিঃস্বার্থভাবে বাঁচিয়ে রাখার কাজ করে চলেছে।” তাঁদের কাছে দেশের প্রথম ভোটারদের উৎসাহিত করার আবেদন জানালেন প্রধানমন্ত্রী।