নিউজ ডেস্ক: কলকাতা থেকে তেজপুরগামী বিমান যান্ত্রিক ত্রুটির কারণ কলকাতা বিমানবন্দরে যাত্রীদের বিক্ষোভ। একাধিকবার বিমান যাত্রায় বিলম্ব ঘটায় যাত্রী বিক্ষোভ কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে। রবিবার সকালে একটি বিমান সংস্থার এসজি ২৯৬৬ বিমান সকাল আটটা পাঁচে তেজপুরের উদ্দেশ্যে প্রস্তানের সময় ছিল। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণ দেখিয়ে সাড়ে দশটায় ছাড়ার কথা বলা হয়। এরপরেও বিমানটি ছাড়তে বিলম্বিত হবে। সেক্ষেত্রে বিমানটি কলকাতা থেকে দুপুর একটায় তেজপুরের উদ্দেশ্যে পাড়ি দেবে বলে জানিয়ে দেওয়া হয়। বারবার বিমানের যাত্রা পিছিয়ে দেওয়ার কারণে যাত্রীদের মধ্যে তৈরি হয় ক্ষোভ। সংশ্লিষ্ট বিমানের যাত্রীরা বিক্ষোভ শুরু করেন কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে। নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছতে না পারায় তেজপুর থেকে দুই যাত্রীর কানেক্টিং ফ্লাইট ধরে গন্তব্যস্থলে পৌঁছতে পারবে না, সেই কারণে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী বিক্ষোভ শুরু হয়।
একাধিকবার ওই সংস্থার বিমান ছাড়তে দেরি হওয়ার কারণে ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা। অন্যদিকে, বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, সকালে দিকে কুয়াশার কারণে দৃশ্যমানতা অনেকটাই কম থাকে। সেই কারণেই বিমান ছাড়তে কিছুটা দেরি হয়। পালটা যাত্রীদের বক্তব্য, সকাল ১০টার পর থেকে দৃশ্যমানতা অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছে। তাছাড়া, বারবার বিমানের যান্ত্রিক ত্রুটির কথা বলা হচ্ছে।
Tags:
Kolkata