নিউজ ডেস্ক: দুর্গাপুরের লাউদোহার গৌরবাজার এলাকায় টোল আদায়কে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়াল। টোল অফিস ভাঙচুর করার অভিযোগের পাশাপাশি তথ্য প্রমাণ লোপাট করার জন্য টোল অফিসের সিসিটিভির তার ছিঁড়ে দেওয়া হল। ট্রাক মালিকদের বিরুদ্ধে এমনটাই অভিযোগ উঠেছে।
শুক্রবার সকালে এই ঘটনার পরে দুর্গাপুর ফরিদপুর টোল অফিস বন্ধ রাখা হয়। ঘটনার সূত্রপাত হয় বৃহস্পতিবার রাতে। দিন কয়েক আগে পঞ্চায়েত সমিতির কাছ থেকে একটি বেসরকারি সংস্থা টোল আদায়ের অনুমতি পায়। সংস্থার তরফে জানানো হয়, টোল আদায়ের পরিমাণ ধার্য করতে আলোচনার জন্য ডাকা হয়েছিল ভারী পণ্যবাহী ট্রাক মালিকদের। সেই সময় কিছু দুষ্কৃতি টোল অফিসে হামলা চালায়।এই ঘটনায় ট্রাক মালিকদের বিরুদ্ধে অভিযোগ ওঠে। যদিও তারা এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন।