নিউজ ডেস্ক - রাজ্যে তিনটি নতুন মেডিক্যাল কলেজ নির্মাণের ঘোষণা করেছেন বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। মুখ্য়মন্ত্রী জানিয়েছেন, তমলুকে তাম্রলিপ্ত সরকারি মেডিক্যাল কলেজ, আরামবাগে প্রফুল্লচন্দ্র সেন সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং বারাসতে সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল তৈরি করা হবে। এই নতুন মেডিক্যাল কলেজগুলিতে মুর্শিদাবাদ, দুই বর্ধমানের পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলা থেকে পড়ুয়ারা এসে ভর্তি হতে পারবেন। পাশাপাশি মেডিক্যাল কলেজকে কেন্দ্র করে সংশ্লিষ্ট হাসপাতালের স্বাস্থ্য পরিকাঠামোও বৃদ্ধি পাবে।
Tags
WEST BENGAL