সিকিম থেকে চালু হতে চলেছে নতুন বিমান পরিষেবা


নিউজ ডেস্ক - এবার থেকে আকাশ পথেও যাওয়া যাবে সিকিম। সূত্রের খবর, সব ঠিক থাকলে মার্চ মাস থেকে আবার কলকাতা ও নয়াদিল্লির সঙ্গে বিমান যোগাযোগ হতে চলেছে সিকিমে। এখানে নানা প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়। তার জেরে ২০২৩ সালে সিকিমের পাকিয়ং বিমানবন্দর থেকে বিমান পরিষেবা বন্ধ হয়ে যায়। গত বছরের সিকিমে প্রাকৃতিক দুর্যোগ দেখা যায় বিভিন্ন প্রাকৃতিক  বিপর্যয়ের কবলে পড়তে হয় ওই বিমানবন্দরকে। ভয়ঙ্কর কম্পন ও বিপর্যয়ের ফলে পাহাড়ের চূড়ায় থাকা বিমানবন্দরের ৫০ মিটারের মতো গার্ডওয়াল সেখানে ভেঙে পড়ে। ৪২ মিটার উচ্চতার দেওয়াল আবার নতুন করে তৈরি করা হচ্ছে।সেইজন্য একটি বেসরকারি বিমান সংস্থা আগামী ১৫ মার্চ থেকে নয়াদিল্লি ও কলকাতার বিমান পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এয়ারপোর্ট অথারিটি অফ ইন্ডিয়াকে সেটি জানানো হয়েছে।। বিমান পরিষেবা চালুর সাথে সাথে সিকিমের গ্যাংটক লাগোয়া বুরটুক হেলিপ্যাড থেকে ২৬ আসনের হেলিকপ্টার পরিষেবা ৬ মার্চ শুরু হচ্ছে। ফলে জোড়া পরিষেবায় সিকিমে ভিড় জমবে বলে মনে করা হচ্ছে। 

 নতুন করে বিমান চালু হওয়ার  বিষয়ে পাকিয়ং বিমানবন্দরের অধিকর্তা আর কে গ্রোভার বলেন, "আগামী ১৫ মার্চ থেকে দিল্লি ও কলকাতার দু’টি বিমান চালু হচ্ছে। গরমে সিকিমের পর্যটন মরশুমে এটা বড় খবর।’‌ আর হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড টুরিজিম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যালের কথায়, ‘সিকিমের বিমান পরিষেবা নিয়মিত জারি থাকা জরুরি।"

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন