নিউজ ডেস্ক- একদিকে সন্দেশখালি ফুঁসছে বাংলার মুখ্য়মন্ত্রীর বিরুদ্ধে। অন্যদিকে দেব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে একেবারে তাঁর দেখা ‘শ্রেষ্ঠ মুখ্য়মন্ত্রী’ বললেন। আরামবাগের সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠান থেকে দেব বলেন, আমার দেখা শ্রেষ্ঠ মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। দিন কয়েক আগেও দেবের রাজনৈতিক অবস্থান কী হবে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। এরপর দেবের সঙ্গে আলোচনায় বসেছিলেন বাংলার মুখ্য়মন্ত্রী। জানা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ও তাঁর সঙ্গে কথা বলেছিলেন। তারপর ঘাটাল থেকে যে দেব প্রার্থী হচ্ছেন সেটাও আর কারোর অজানা নয়।
তবে সোমবার আরামবাগ থেকে তৃণমূল এমপি দেব বলেন, "আমি রাজনীতিতে এসেছিলাম দিদির হাত ধরে। আমি রাজনীতিতে থেকে গেলাম দিদির হাত ধরে। তিনি বলেন, ২০২৪ সালে আমি জিতব কি জিতব না জানি না। কিন্তু মুখ্য়মন্ত্রীর কাছে আমার অনুরোধ ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন রাজ্য সরকারের হাত ধরেই হয়।"
আর মুখ্যমন্ত্রী বলেছিলেন, "দিদির কাছে ভাই আবদার করলে তো দিদি ফেরাতে পারে না। আমি ইতিমধ্যেই নির্দেশ দিয়েছি ঘাটাল মাস্টারপ্ল্যান তৈরি করতে। দিল্লির ভরসায় থাকব না। আমরা আমাদেরটা করে নেব।"