নিউজ ডেস্ক ; বুধবার, রাজ্যসভায় রাষ্ট্রপতির বাজেট বক্তৃতার জবাবী ভাষণ দেন প্রধানমন্ত্রী নারেন্দ্র মোদী। সেখানে আগামী পাঁচ বছরের জন্য তাঁর সরকারের দৃষ্টিভঙ্গিও প্রকাশ করেন তিনি। প্রধানমন্ত্রী জানান, “আমাদের সরকারের তৃতীয় মেয়াদ খুব বেশি দূরে নেই। কেউ কেউ একে ‘মোদী ৩.০’ বলে। মোদী ৩.০ উন্নত ভারতের ভিত্তিকে শক্তিশালী করতে তার সমস্ত শক্তি ব্যবহার করবে।”
দেখে নিন, ভারতের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামী ৫ বছরের প্ল্যান–
– দেশে চিকিৎসা সুবিধার ব্যাপক উন্নতি হবে, চিকিৎসা হবে সস্তা।
– ‘নল সে জল’ অর্থাৎ, প্রতি ঘরে ঘরে পাইপের মাধ্যমে পানীয় জল পৌঁছে দেওয়ার দিকে মনোযোগ অব্যাহত রাখবে সরকার।
– সৌর বিদ্যুতের কারণে বিদ্যুৎ বিল শূন্য হবে। এমনকি, বাড়িতে সোলার প্যানেলের মাধ্যমে উৎপাদিত বিদ্যুত বিক্রি করার সুযোগ পাবে ।
– সারাদেশে পাইপের মাধ্যমে রান্নার গ্যাস সংযোগের নেটওয়ার্ক তৈরি করা হবে।
– ভারত বিশ্বের অন্যতম সেরা পর্যটন গন্তব্যে পরিণত হবে।
– ভারতের যুবশক্তি দেখবে গোটা বিশ্ব…লক্ষ লক্ষ স্টার্ট-আপ তৈরি হবে, রেকর্ড সংখ্যক পেটেন্ট ফাইল করা হবে।
– গণপরিবহনের সংজ্ঞা পুরোপুরি বদলে যাবে। বুলেট ট্রেন চলবে এবং বন্দে ভারত ট্রেনের সম্প্রসারণ দেখবে দেশ।
– আত্মনির্ভর ভারত-এর দৃষ্টিভঙ্গি নতুন উচ্চতা স্পর্শ করবে।
– শক্তি আমদানির উপর নির্ভরশীলতা কমাবে ভারত এবং সবুজ হাইড্রোজেন, ইথানলের মতো বিকল্প শক্তি উৎসের দিকে মনোযোগ দেওয়া হবে।
– ডিজিটাল ইন্ডিয়া, মহাকাশ অনুসন্ধানের মতো ক্ষেত্রগুলির ভবিষ্যত অত্যন্ত উজ্জ্বল। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর (AI) সবচেয়ে বড় ব্যবহারকারী হবে ভারত।
প্রধানমন্ত্রী দাবি করেন, “কেন গোটা দেশ এবং বিশ্ব তাদের (কংগ্রেসের) ১০ বছরের শাসনে বিচলিত হয়েছিল? কেন গোটা দেশ এত ক্ষুব্ধ হয়েছিল? আমাদের কারণে এটা হয়নি, এটি তাদের নিজেদের কাজের ফল। আমরা কারও খারাপ চাই না।”