নিউজ ডেস্ক - কেন্দ্র ও রাজ্য সচিব পর্যায়ের বৈঠকের পর কেন্দ্রের আধিকারিকদের স্পষ্ট পর্যবেক্ষণ করে মিড-ডে মিল প্রকল্পকে গোটা দেশে মডেল বানানোর ডাক দিল কেন্দ্র। জানালো, গোটা দেশে বাংলার মডেলই অনুসরণ করা উচিত। শুক্রবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু লেখেন, ‘‘গতকাল দিল্লিতে কেন্দ্র-রাজ্য সচিব পর্যায়ের বৈঠকে পশ্চিমবঙ্গ সরকারের মিড ডে মিল প্রোগ্রাম এবং তা চালানোর মডেলকে ভূয়সী প্রশংসা করা হয়েছে! মাননীয়া মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের সরকারের উন্নয়নের মডেল আরও একবার প্রমাণিত হল।’’
যদিও মিড ডে মিল নিয়ে দুর্নীতির বারবার অভিযোগ তুলেছিল গেরুয়া শিবির। সেই সব অভিযোগ খতিয়ে দেখতে দফায় দফায় মিড-ডে মিল নিয়ে তদন্ত করতে রাজ্যে এসেছে কেন্দ্রীয় দলও। এদিন সেই প্রসঙ্গও নিয়ে মন্ত্রী লেখেন, ‘‘কিছুদিন আগের কেন্দ্রীয় দলের অপপ্রচার এবং বিরোধী কুৎসা আবার একবার ভুল প্রমাণিত হল! অশোকস্তম্ভের তলার লেখাটাই আবার প্রতিষ্ঠিত হল।’’ এখানেই শেষ নয় এই ব্যপারকে ‘সত্যের জয়’ বলেই অভিহিত করেছেন ব্রাত্য।
সূত্রের খবর, ২০২৪-২৫ অর্থবর্ষে সমগ্র শিক্ষা মিশন প্রকল্পে ৩৬০০ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। এবং বর্তমান অর্থবর্ষে তৃতীয় ইনস্টলমেন্টে কেন্দ্রের শেয়ার হিসাবে ৪৮৫ কোটি টাকা পাচ্ছে রাজ্য। স্কুলের পরিকাঠামো ও মিড-ডে মিলের ব্যয় নির্বাহে খরচ হবে এই টাকা।