নিউজ ডেস্ক - সামনেই লোকসভা নির্বাচন। ফলে আগামী ১ মার্চ রাজ্যে আসছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু জানেন কি বাংলায় কলকাতা ছেড়ে আরামবাগকে কেন বেছে নিলেন নরেন্দ্র মোদী? আসলে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপির দখলে ছিল ১৮ আসন। গতবার বঙ্গে যে ২৪ আসনে হেরেছিল বিজেপি তার মধ্যে এবার ১০ থেকে ১২ টি আসন ভাল জায়গায় আছে বিজেপি। দলের অন্দরের সমীক্ষা রিপোর্টও বলছে আরামবাগ বিজেপি জেতার জায়গায় রয়েছে। ২০১৯ সালে আরামবাগ আসনে ১১৪২ ভোটে পরাজিত হয়েছিলেন বিজেপি প্রার্থী। এখনও যা নিয়ে আদালতে মামলা চলছে।
তাই এবারে আরামবাগ দখলে মরিয়া দলের উচ্চ নেতৃত্বেও। এখন থেকেই দলের পক্ষে হাওয়া তোলার কাজটাও শুরু হয়ে গিয়েছে পুরোদমে। সে কারণেই লোকসভা ভোট প্রধানমন্ত্রীর প্রচারের প্রথম মঞ্চ হিসাবে আরামবাগকে বেছে নেওয়া অন্যতম প্রধান কারণ বলে মনে করা হচ্ছে।
Tags:
politics