নিউজ ডেস্ক - শাহরুখ খান-জুহি চাওলারা কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে আরও তিনটে ফ্র্যাঞ্চাইজি লিগে টিম কিনেছেন। আবার সব কিছু ঠিকঠাক চললে, খুব শিগগিরই বিলেতে পা রাখতে চলেছেন কিং খান। ইংল্যান্ডের জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট হান্ড্রেড বিকেন্দ্রীকরণের পথের কথা ভাবছে ইসিবি। অর্থাৎ, টিমগুলো রেভেনিউ শেয়ারিং মডেলের দিকে ঝুঁকতে চলেছে। টিমের মালিকানা কেনার জন্য ঝাঁপাতে চলেছে ভারতীয় ব্যবসায়ীরা। তাতে অনেকখানি এগিয়ে রয়েছেন শাহরুখ খান।
কেকেআর তো বটেই, হান্ড্রেডের টিম কেনার জন্য প্রবল আগ্রহী হয়ে উঠেছে আইপিএলের নানা টিমগুলো। মুম্বই ইন্ডিয়ান্স, লখনউ, রাজস্থান রয়্যালসও রয়েছে দৌড়ে। এমনকি ধোনির টিমও পা রাখতে চাইছে বিলেতে। এই লড়াইয়ে উঠে এসেছে ললিত মোদীর নামও। তিনিও নাকি টিম কেনার জন্য ঝাঁপিয়েছেন। অবশ্য এ নিয়ে এখনও কেউ মুখ খোলেনি।
Tags
খেলা