নিউজ ডেস্ক - তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয়েছে অন্তত ৯ জনের । প্রাণ হারানো শ্রমিকদের মধ্যে অন্তত পাঁচজন মহিলা। ঘটনায় আরও ৪ জন গুরুতর ভাবে জখম অবস্থায় হাসপাতালে ভরতি আছেন বলে জানা গিয়েছে। বিরুধুনগর জেলার সাত্তুরের কাছে রামুদেবনপট্টিতে অবস্থিত বাজি কারখানায় এই বিস্ফোরণটি হয়েছে। জানা যায়, আতশবাজি কারখানায় ৪০টিরও বেশি কক্ষ রয়েছে। প্রতিদিনের মতো আজও সেখানে কাজ চলছিল। বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডের ঘটনা জানতেই শিবকাশী এবং ভেম্বাক্কোট্টাই থেকে দমকল বিভাগের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। এরপর দীর্ঘক্ষণ প্রচেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আসে।
দমকলকর্মীরা এই কারখানা থেকে শ্রমিকদের উদ্ধার করে বের করে আনার সময় জানা যায়, ৯ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। বাকি আহত শ্রমিকদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্তে নেমেছে পুলিশ।
Tags
India