নিউজ ডেস্ক: মাধ্যমিক পরীক্ষাতেও কিন্তু লুকিয়ে সূক্ষ্ম রাজনীতি। এই একটা বিশেষ দিনকেও হাতছাড়া করতে রাজনৈতিক শাসক-বিরোধী সব পক্ষই। বাম আমলের শেষ থেকেই বিষয়টি খুব বেশি করে চোখে পড়ছে। মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন থেকেই পাড়ার ওলিগলিতে দাঁড়িয়ে থাকছেন ‘দাদারা’। মুখে হাসি, হাতে গোলাপ-পেন। পাড়ার মাধ্যমিক পরীক্ষার্থীরা বাড়ি থেকে বেরোতেই তাঁর হাতে গোলাপ গুঁজে দেওয়া হচ্ছে। এবার পাড়ার অটো টোটো ইউনিয়ন, রিকসাওয়ালা থেকে শুরু করে পাড়ার দাদার, সবাই এখন এগিয়ে এসেছে মাধ্যমিক পরীক্ষার্থীদের সাহায্য করতে। গত কয়েক বছরে মাধ্যমিকের প্রথম দিন থেকেই এই খবর আরও বেশি করে দেখা যাচ্ছে।
এবার আবার যুব তৃণমূল, এসএফআই (SFI), বাম নেতারাও ময়দানে নেমে পড়েছেন।রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটা জনসংযোগের একটা মুখ্য সময়ে। মাধ্যমিক পরীক্ষার্থীরা মাধ্যম। ভোটাধিকারের বয়স তাদের হয়নি বটে, তবে সঙ্গে থাকা অভিভাবকদেরও মন জয় করতে ব্যস্ত পাড়ার দাদারা।