নিউজ ডেস্ক : সরকারি প্রকল্পের টাকা হাতানোর জন্য গণবিবাহে জালিয়াতির অভিযোগ উঠল উত্তর প্রদেশের বালিয়ায়। গণবিবাহে জালিয়াতির অভিযোগে দুই সরকারি অফিসার-সহ মোট ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গণবিবাহের ওই ভিডিয়োও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে ২৫ জানুয়ারি বালিয়া জেলায় এই গণবিয়ে বসেছিল। বালিয়ার ওই গণবিবাহের আসরে ৫৬৮ জন যুগলের বিয়ে হয়েছে বলে দাবি করা হয়েছে। কিন্তু আদতে বিয়েই হয়নি সেখানে। যুবক-যবুতীদের বর-বউ সাজার জন্য টাকা দেওয়ার অভিযোগও উঠেছে এবং এর জন্য ৫০০ থেকে ২০০০ টাকা দেওয়া হয়েছে।
ভাইরাল হওয়া ভিজিয়োয় দেখা যাচ্ছে, কনে নিজেই নিজের গলায় মালা পরাচ্ছেন। রাজ কুমার নামের এক যুবক জানিয়েছেন, তিনি গণবিবাহের অনুষ্ঠান দেখতে এসেছিলেন। সেখানে তাঁকে বর সাজতে বলা হয়। এর জন্যও টাকাও পেয়েছেন তিনি। জানা গিয়েছে ওই গণবিবাহের অনুষ্ঠানে হাজির ছিলেন স্থানীয় বিজেপি বিধায়ক কেতকী সিং। তিনিই ছিলেন বিয়ের অনুষ্ঠানের প্রধান অতিথি। এই ঘটনা জানাজানি হতে তিনি বলেছেন, “আমাকে ওই বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। অনুষ্ঠানের মাত্র ২ দিন আগে আমাকে বলেছিল। আমার মনে হয়েছিল এখানে কিছু একটা জালিয়াতি চলছে। চাইব পূর্ণাঙ্গ তদন্ত হোক।”
বিয়ের জন্য দম্পতিদের ৫১ হাজার টাকা দেয় উত্তর প্রদেশ সরকার। এর মধ্যে ৩৫ হাজার টাকা পান কনে। ১০ হাজার টাকা বিবাহের সামগ্রী এবং বিয়ের জন্য ৬০০০ টাকা দেওয়া হয়। সরকারি প্রকল্পের টাকা হাতানোর জন্য এই কাজ করা হয়েছে বলে। গণবিবাহে জালিয়াতির অভিযোগে দুই সরকারি অফিসার-সহ মোট ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।