নিউজ ডেস্ক- মাধ্যমিক শেষ হতেই উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে ব্যবস্থা করছে রেল। জানা যাচ্ছে , পরীক্ষার দিনগুলিতেও শিয়ালদা ডিভিশনের একাধিক ট্রেনে বাড়তি স্টপেজ দেওয়া হবে। আগামী ১৬ ফেব্রুয়ারি, ১৭ ফেব্রুয়ারি, ১৯ ফেব্রুয়ারি, ২০ ফেব্রুয়ারি, ২১ ফেব্রুয়ারি, ২২ ফেব্রুয়ারি, ২৩ ফেব্রুয়ারি, ২৪ ফেব্রুয়ারি, ২৭ ফেব্রুয়ারি, ২৮ ফেব্রুয়ারি এবং ২৯ ফেব্রুয়ারি শিয়ালদা-রানাঘাট-কৃষ্ণনগর শাখা এবং বারাসত-বনগাঁ শাখায় একাধিক স্টেশনে বাড়তি স্টপেজ দেওয়া হবে।
দেখে নিন কোন কোন ট্রেন কোন স্টেশনে বাড়তি স্টপেজ থাকবেঠ
- ৩১৮১৫ শিয়ালদা-কৃষ্ণনগর সিটি লোকাল: সকাল ৮ টা ২২ মিনিটে জালালখালি স্টেশনে স্টপেজ দেওয়া হবে।
- ৩১৮১৯ শিয়ালদা-কৃষ্ণনগর সিটি লোকাল: সকাল ৮ টা ২২ মিনিটে পলতা, সকাল ৮ টা ২৯ মিনিটে জগদ্দল এবং সকাল ৮ টা ৪২ মিনিটে কাঁকিনাড়া স্টেশনে দাঁড়াবে।
- ৩১১১১ শিয়ালদা-কাটোয়া লোকাল: সকাল ৮ টা ৫৬ মিনিটে জগদ্দল এবং ৮ টা ৫৮ মিনিটে কাঁকিনাড়ায় দাঁড়াবে।
- ৩৩৮১৯ শিয়ালদা-বনগাঁ লোকাল: সকাল ৯ টা ১ মিনিটে বিভূতিভূষণ হল্ট স্টেশনে দাঁড়াবে।
- ৩৩৩৬৩ বারাসত-বনগাঁ লোকাল: সকাল ৯ টা ৬ মিনিটে সংহতি হল্ট এবং সকাল ৯ টা ২৯ মিনিটে বিভূতিভূষণ হল্ট স্টেশনে দাঁড়াবে।
- ৩১৮২৫ শিয়ালদা-কৃষ্ণনগর সিটি লোকাল: দুপুর ১ টা ৫ মিনিটে জালালখালি স্টেশনে দাঁড়াবে।
- ০৩১৮৩ শিয়ালদা-লালগোলা প্যাসেঞ্জার: দুপুর ১ টা ১৩ মিনিটে পলতা, দুপুর ১ টা ২০ মিনিটে জগদ্দল, দুপুর ১ টা ২৮ মিনিটে কাঁকিনাড়া এবং দুপুর ২ টো ১৪ মিনিটে পায়রাডাঙা স্টেশনে দাঁড়াবে।
- ৩১৭৬৯ রানাঘাট-লালগোলা: দুপুর ১ টা ৩৮ মিনিটে জালালখালি স্টেশনে দাঁড়াবে।
- ৩১৫২৩ শিয়ালদা-শান্তিপুর লোকাল: দুপুর ১ টা ৪৭ মিনিটে জগদ্দল স্টেশনে দাঁড়াবে।
- ৩১৮২৭ শিয়ালদা-কৃষ্ণনগর সিটি লোকাল: দুপুর ২ টো ১৭ মিনিটে জালালখালি স্টেশনে দাঁড়াবে।
- ০৩১৪০ রানাঘাট-শিয়ালদা মেমু স্পেশাল: সকাল ৮ টা ১৫ মিনিটে কাঁকিনাড়া, সকাল ৮ টা ১৭ মিনিটে জগদ্দল এবং সকাল ৮ টা ২৫ মিনিটে পলতায় দাঁড়াবে।
- ৩১৮১৮ কৃষ্ণনগর সিটি জংশন-শিয়ালদা লোকাল: সকাল ৮ টা ২৪ মিনিটে জগদ্দল এবং সকাল ৮ টা ৩৪ মিনিটে পলতা স্টেশনে দাঁড়াবে।
- ৩১৮০২ কৃষ্ণনগর সিটি জংশন-শিয়ালদা মাতৃভূমি লোকাল: সকাল ৮ টা ৪৪ মিনিটে জালালখালি স্টেশনে দাঁড়াবে।
- ৩১৯১৬ গেদে-শিয়ালদা লোকাল ট্রেন: সকাল ৮ টা ৫৬ মিনিটে কাঁকিনাড়া এবং সকাল ৮ টা ৫৯ মিনিটে জগদ্দল স্টেশনে দাঁড়াবে।
- ৩১৮২০ কৃষ্ণনগর সিটি জংশন-শিয়ালদা লোকাল: সকাল ৯ টা ৪ মিনিটে জালালখালি স্টেশনে দাঁড়াবে।
- ০৩১১৬ লালগোলা-শিয়ালদা মেমু প্যাসেঞ্জার স্পেশাল: সকাল ৯ টা ৭ মিনিটে কাঁকিনাড়া, সকাল ৯ টা ৯ মিনিটে জগদ্দল এবং সকাল ৯ টা ১৬ মিনিটে পলতা স্টেশনে দাঁড়াবে।
- ৩৩৩৬২ বনগাঁ-বারাসত লোকাল ট্রেন: সকাল ৯ টা ৩৩ মিনিটে বিভূতিভূষণ হল্ট স্টেশনে দাঁড়াবে।
- ৩১৮২৪ কৃষ্ণনগর সিটি জংশন-শিয়ালদা লোকাল ট্রেন: দুপুর ১ টা ২৩ মিনিটে জালালখালি স্টেশনে দাঁড়াবে।
- ০৩১৯০ লালগোলা-শিয়ালদা স্পেশাল: দুপুর ১ টা ২২ মিনিটে পায়রাডাঙা, দুপুর ২ টো ৮ মিনিটে কাঁকিনাড়া, দুপুর ২ টো ১০ মিনিটে জগদ্দল এবং দুপুর ২ টো ২১ মিনিটে পলতা স্টেশনে দাঁড়াবে
- ৩৩৮৩৬ বনগাঁ-শিয়ালদা লোকাল ট্রেন: দুপুর ২ টো ১৮ মিনিটে বিভূতিভূষণ হল্ট স্টেশনে দাঁড়াবে।
- ৩১৮২৮ কৃষ্ণনগর সিটি জংশন-শিয়ালদা লোকাল ট্রেন: দুপুর ২ টো ১৯ মিনিটে জালালখালি স্টেশনে দাঁড়াবে।
Tags
Kolkata