নিউজ ডেস্ক : লোকসভা নির্বাচনের আগে খুন হলো হরিয়ানার এক হাইপ্রোফাইল নেতা। হরিয়ানার আইএনএলডি নেতা নফে সিং রাঠির মৃত্যু হলো বিরোধীদের গুলিতে। এদিন এসইউভি গাড়িতে ছিলেন নফে সিং। সেই গাড়িকে নিশানা করে গুলি চালানো হয় বলে সূত্রের খবর। নিশানা লেগে গুলিবিদ্ধ হতেই গুরুতর আহত হন তিনি। যদিও শেষ রক্ষা হয়নি তাঁর।
উল্লেখ্য যে, তিনি দু'বারের বিধায়ক পদে নিযুক্ত ছিলেন। এছাড়াও হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং চৌতালার ঘনিষ্ঠ বলেও পরিচিতি তিনি। কিন্তু এক হেভিওয়েট নেতাকে কি ভাবে খুন করা হলো বা করা করলো তাই নিয়ে উঠছে প্রশ্ন। বেশ কিছু রিপোর্ট দাবি করছে এই হত্যাকাণ্ডে ৪০ থেকে ৫০ রাউন্ড গুলি চলেছে। যদিও এখনও পর্যন্ত ঘটনার নেপথ্যে কোন গোষ্ঠী রয়েছে, তা প্রকাশ্যে আসেনি।