নিউজ ডেস্ক- দুর্গাপুজোর এখনও অনেক দেরি থাকলেও লোকসভা নির্বাচন বেশি দেরি নেই। তাই বাজার নিয়ে বড়ো ঘোষণা করে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বাজারকে কেন্দ্র করে অনেক কর্মসসংস্থান হতে পারে বলে জানিয়েছেন তিনি। বিশেষত মহিলাদের কর্মসংস্থান নিয়ে বড় দিশা দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।
রবিবার বীরভূমে সভা থেকেই বড় ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, "আমাদের সেলফ হেলফ গ্রুপের মহিলারা অনেক কাজ করেন। আমাদের তাঁতিরাও অনেক কাজ করেন। আমরা সরকার থেকে যত প্রয়োজনীয় জিনিস আমাদের তাঁতি ও স্বেচ্ছাসেবী সংস্থার থেকে নেব। প্রতিটি জেলায় একটি করে বিগ বাজার তৈরি করব। যেখানে স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীদের জিনিসপত্র বিক্রি হবে। তাদের স্থায়ী রোজগারের জন্য এই বন্দোবস্ত। সেই সঙ্গেই এককালীন তাঁরা ২৫ হাজার টাকা করে পাবেন। "
এবারে কর্মসংস্থানের উপর জোর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এদিকে রাস্তায় রাস্তায় বসে রয়েছেন কর্মপ্রার্থীরা। এসএসসি ও টেট নিয়ে একের পর এক দুর্নীতির অভিযোগ। বছরের পর বছর ধরে চাকরির আশায় দিন গুনছেন কর্মপ্রার্থীরা। এই অবস্থায় কি সত্যি এটা সম্ভব হবে?