নিউজ ডেস্ক: শনিবার দুপুর আড়াইটে নাগাদ দ্বিতীয় হুগলি সেতুতে চলন্ত গাড়িতে ভয়াবহ আগুন। দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজার ৯ নম্বর লেন ধরে একটি প্রাইভেট গাড়ি যাচ্ছিল, হঠাৎই দেখা যায় গাড়িটি জ্বলছে। কলকাতা থেকে হাওড়ার দিকে যাচ্ছিল সেটি। সেই সময় গাড়ি থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। ধোঁয়া বের হতে দেখে গাড়ির চালক -সহ দুই যাত্রী তাড়াহুড়ো করে গাড়ি থেকে নেমে পড়েন। তারপরই দাউ দাউ করে জ্বলতে থাকে গাড়ি।
বিষয়টি নজরে আসতেই ছুটে আসে দ্বিতীয় হুগলি সেতু ট্রাফিক গার্ডের পুলিশ। দমকলে খবর একটি ইঞ্জিন এসে আধ ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। অন্যান্য গাড়ি চলাচলও বন্ধ করে দেয় ট্রাফিক পুলিশ।
Tags
WEST BENGAL