নিউজ ডেস্ক- এতদিন বাংলায় মাটির নিচে দিয়ে মেট্রোও তো চলছে, এবার তাঁর সাথে তৈরি হচ্ছে মাটির তলায় আস্ত রেলের প্লাটফর্ম যার দৃশ্য এখন ও দেখা যায়নি । মেট্রো নয়, বাংলাতেই এবার ‘পাতালঘরে’ তৈরি হচ্ছে আস্ত রেল স্টেশন। দার্জিলিং যাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই স্টেশন। উত্তর-পূর্ব রেলের এই প্রকল্পের কাজ শুরু হয়েছে অনেক দিন আগে থেকে। এই প্রকল্পের মধ্যে দিয়ে তৈরি হচ্ছে দেশের প্রথম আন্ডারগ্রাউন্ড রেল স্টেশন। ইতিমধ্যেই ট্রেন চলাচল করার জন্য তৈরি হয়ে গিয়েছে সেই টানেল। একটি ২৪ কোচের ট্রেন দাঁড়াতে পারবে, এমন ব্যবস্থা রাখা হয়েছে ওই টানেলে। তলায় আস্ত রেলের প্লাটফর্ম।
বাংলা ও সিকিমের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও মজবুত করতে এই রেল যোগাযোগ চালু হতা চলেছে। প্রজেক্ট ডিরেক্টর মহিন্দর সিং জানিয়েছেন যে প্লাটফর্মটি হবে ৬২০ মিটার লম্বা আর টানেলের মোট দৈর্ঘ্য সাড়ে ৬০০ মিটার। স্টেশনের ভিতরে থাকবে ভেন্টিলেশনের যথাযথ ব্যবস্থা, যাতে যাত্রীদের কোনও অসুবিধা না হয়। স্টেশন থেকে বাইরে বেরনোর রাস্তাও তৈরি হয়েছে এরই মধ্যে। সূত্রের খবর , দার্জিলিং ও গ্যাংটকের আলাদা আলাদা রাস্তা বেরবে এই স্টেশন থেকে। পর্যটকরা শিলিগুড়িতে না নেমে নামতে পারবেন তিস্তা বাজারের এই স্টেশনে। তারপর সেখান থেকে মাত্র ২ ঘণ্টায় দার্জিলিং যাওয়া যাবে। ফলে পর্যটকদের সুবিধা হবেন বলে মনে করছে ভারতীয় রেল।
Tags
India