নিউজ ডেস্ক - বুধবার দুপুরে পূর্ব বর্ধমানের জামালপুরের আঝাপুরে জাতীয় সড়কে একটি লরি ভর্তি করে নিয়ে যাওয়া হচ্ছিল ৫০টি গরু। অমানবিক সেই গরু পরিবহন রুখে দিল সাধারণ মানুষ। এই ঘটনাকে কেন্দ্র করে সার্ভিস লেনে উত্তেজনা ছড়ায়। উত্তেজিত জনতাকে দেখে ট্রাক ফেলে পালান চালক ও খালাসি। স্থানীয়দের দাবি, পুলিশের নাকের ডগায় এভাবে গরু পরিবহন হলেও কোনও পদক্ষেপ নেওয়া হয় না।
জানা গিয়েছে, এদিন উত্তর প্রদেশের নম্বর প্লেট লাগানো একটি কনটেনার ট্রাক থেকে গরু ছোট গাড়িতে তোলা হচ্ছিল। স্থানীয়দের দাবি, এই ঘটনা নতুন নয়। পুলিশ কোনও পদক্ষেপ করে না। এদিন একটি গরুবোঝাই কনটেনার এসে দাঁড়ায় আঝাপুরে ১৯ নম্বর জাতীয় সড়কের সার্ভিস লেনে। সেখান থেকে গরু নিতে হাজির হয় ২টি ছোট ট্রাক। তখনই ট্রাকগুলিকে ঘিরে ফেলেন স্থানীয়রা। কনটেনার ট্রাকের দরজা খুলে দেখা যায় তার মধ্যে গাদাগাদি করে রাখা হয়েছে প্রায় ৫০টি গরু। এর পরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা।