মহিলাদের বিক্ষোভে উত্তপ্ত পাঁচলা


 নিউজ ডেস্ক - সোমবার দুপুরে মহিলাদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে পাঁচলা ব্লক। তৃণমূলি পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে বেআইনিভাবে দিঘি ভরাটের অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন মহিলারা। স্থানীয়দের দাবি, প্রায় ৩৬০ বিঘা জায়গায় ছড়িয়ে থাকা স্থানীয় একটি দিঘি বেআইনিভাবে ভরাট করছেন তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সদস্য শেখ খলিল। এলাকাবাসীরা জানিয়েছেন, এই দিঘির জলই দৈনন্দিন কাজে ব্যবহার করেন স্থানীয়রা।  দিঘি ভরাটের প্রতিবাদ করায় খলিলের গুন্ডাবাহিনী গ্রামের মহিলাদের ওপর নির্যাতন শুরু করে। এমনকী মহিলা ও বৃদ্ধাদের মারধর করা হয়। ছিঁড়ে দেওয়া হয় শাড়ি - ব্লাউজ। এর প্রতিবাদে, সোমবার হাতে লাঠি, ঝাঁটা নিয়ে প্রতিবাদে সামিল হন স্থানীয় মহিলারা। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পাঁচলা থানার পুলিশ। 

কয়েকদিন আগে স্থানীয়দের অভিযোগ, ওই এলাকার পঞ্চায়েতের সদস্য ও তৃণমূল নেতা শেখ খলিলের নির্দেশেই এই দিঘিকে বুঝিয়ে ফেলা হচ্ছে। আশেপাশের তিন ফসলি জমির চাষবাস থেকে শুরু করে পুজার সমস্ত জলের সরবরাহ এই দিঘি থেকেই করা হয়। সেই দিঘি বুজিয়ে দিলে সমস্যায় পড়বেন বাসিন্দারা। দিঘি ভরাটের প্রতিবাদ করায় তাদের ক্ষেতের ফসল নষ্ট করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ তোলেন বাসিন্দারা। 


Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন