নিউজ ডেস্ক: রবিবার সকাল থেকেই মেঘলা আকাশ এবং চলছিল দমকা হাওয়া। আবহাওয়া অফিস থেকে এদিন রয়েছিল বৃষ্টির পূর্বাভাস। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গের পশ্চিমি জেলাগুলির পাশাপাসি উপকূলবর্তী জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকছে । বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে। তবে বৃষ্টির জন্য তাপমাত্রার বড়সড় কিছু পরিবর্তনের কথা কিছু জানাচ্ছে না মৌসম ভবন। সোমবার বিকালের পর থেকে ধীরে ধীরে বৃষ্টির দাপট কমে এলেও অল্প বিস্তর বৃষ্টি মঙ্গলবার পর্যন্ত চলবে বলে মনে করা হচ্ছে।
গত কাল , রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি ছিল দুই মেদিনীপুরে। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা ছিল দক্ষিণ ২৪ পরগনায়। সোমবার বৃষ্টির প্রাবল্য বেশি থাকবে বলে মনে করা হচ্ছে । বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলাতে। তবে। তবে তুলনামূলকভাবে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, ঝড়গ্রামে।
হাওয়া অফিস এর তরফ থেকে বলছে উত্তর বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে একটি বিপরীত ঘূর্ণাবর্ত আর ছত্তিসগঢ়ের উপরেও রয়েছে ঘূর্ণাবর্ত। তার কিছুটা প্রভাব পড়ছে বাংলায়। এর সঙ্গে হাওয়া অফিস এটিও জানাচ্ছে যে সোমবার একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তম-পশ্চিম ভারতে। গত কাল সকালে তিলোত্তমার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৯ ডিগ্রি সেলসিয়াল। যেখানে শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ঘোরাফেরা করছে ৩৯ থেকে ৭৬ শতাংশের আশপাশে।