নিউজ ডেস্ক; রাজ্য জুড়ে ফের যাত্রী ভোগান্তির আশঙ্কা। চলতি মার্চ মাসেই টানা তিন দিন বাসা ধর্মঘটের হুঁশিয়ারি দিল রাজ্যের একাধিক বাস মালিক সংগঠন। মূলত ১৫ বছর পুরোনো বাস বন্ধ করে দেওয়ার প্রতিবাদে এই ধর্মঘটের ডাক।
চলতি মার্চ মাসের ১৮ ১৯ এবং ২০ তারিখ রাজ্য জুড়ে বাস বন্ধের ডাক দিয়েছে গণপরিপহণ বাঁচাও কমিটি। এই তিন দিন বাসের চাকা গড়াবে না বলেই হুঁশিয়ারি। তাদের দাবি, ১৫বছরের পুরোনো বাস সংক্রান্ত যে নির্দেশিকা দেওয়া হয়েছে তা বাতিল করতে হবে। যার জেরে চরম যাত্রী ভোগান্তির আশঙ্কা চলতি মাসেই।
প্রসঙ্গত, সংশ্লিষ্ট দফতরের তরফে রাজ্যে ১৫ বছরের পুরোনো বাস গুলি চলাচলের বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়। বাস মালিক সংগঠনগুলির অভিযোগ এই নির্দেশিকার জেরে প্রায় কয়েক হাজার বাস বসিয়ে দিতে হচ্ছে যার জেরে বৃহৎ আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে। পাশাপাশি অভিযোগ করোনাকলে বাস চলাচল প্রায় দুই বছর বন্ধ ছিল তাতে বিপুল আর্থিক ক্ষতি হয়েছে বাস মালিক সংগঠনগুলির। আর তাই তাদের দাবি এই মুহূর্তে বাস বাতিল সংক্রান্ত নির্দেশিকা বাতিল করে আরও দুই বছর অন্তত বাসগুলি চালানোর অনুমতি দেওয়া হোক। এই মর্মে ইতিমধ্যেই রাজ্যের পরিবহণ মন্ত্রীর কাছে আবেদন জানানো হয়েছে। আবেদন না মানলে ধর্মঘটের পথে হাঁটবেন সংগঠনগুলি। এমনটাই খবর সূত্র মারফত।
উল্লেখ্য, এই ধর্মঘটের বিরোধীতা করেছে বেশ কিছু বাস মালিক সংগঠন। এভাবে সাধারণ মানুষকে দুর্ভোগের মধ্যে ফেলে বাস ধর্মঘট করা উচিত নয় বলে দাবি করেছে তাঁরা। পাশাপাশি তাদের দাবি,বাস সংগঠনের সুবিধার্থে ইতিমধ্যেই একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। বকেয়া কর, সিএফ সহ একাধিক সুবিধা দেওয়া হয়েছে। সেক্ষেত্রে ধর্মঘট নয় বরং আলাপ আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করা সম্ভব বলেই মনে করছেন বাস মালিক সংগঠনগুলির একাংশ।